1. banglargorjonbd@gmail.com : bgadminp :
টিপকাণ্ড : উল্টোপথে মোটরসাইকেল চালানো নিয়েই বাদানুবাদ - sonalyshis - সোনালী শীষ
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
বেক্রিং নিউজঃ
পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর গ্রীণ অরণ্য পার্কে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা ময়মনসিংহে অসহায় ও দুস্থদের মাঝে ট্যুরিস্ট পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ ব্রহ্মপুত্র নদের মাঝি ও ট্যুরিস্ট পুলিশ এর কমিউনিটিং ও মতবিনিময় সভা শিক্ষকের ওপর ছাত্ররা অসন্তোষ কেন, তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে তুলসীমালা ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত ময়মনসিংহ মেডিকেলে তৃতীয়বারের মতো চালু হলো ক্যাথল্যাব গৌরীপুরে মাইকিং করে পুলিশের ওপর হামলা, আহত ৬ জামালপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

বিজয় শপে পছন্দের পণ্য কিনুন যেকোনো সময়

টিপকাণ্ড : উল্টোপথে মোটরসাইকেল চালানো নিয়েই বাদানুবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫৭ Time View

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষিকা লতা সমাদ্দারকে কপালে টিপ পরা নিয়ে হেনস্তা করার অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক নিয়ম ভেঙেছেন এবং ঘটনা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।

আজ শুক্রবার তদন্ত কমিটির অন্যতম সদস্য তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-তেজগাঁও) স্নেহাশীষ কুমার দাস বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান।

এর আগে গত ২ এপ্রিল সকালে ফার্মগেটের সেজান পয়েন্টে মধ্যবয়সী এক পুলিশ সদস্য লতা সমাদ্দারের কপালের টিপ নিয়ে বাজে মন্তব্য করেন।

এর প্রতিবাদ জানালে ‘টিপ পরছিস কেন’ বলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।

লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদের আওয়াজ ওঠে। তিনি শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করার দুদিন পর কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করার পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। সেই সঙ্গে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তিনি কনস্টেবল হিসেবে ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন। সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দাবি করেছিলেন, ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বসা ছিলেন। তার গায়ে ধাক্কা লাগায় নাজমুল তর্কে জাড়িয়েছিলেন লতার সঙ্গে। কিন্তু পরে সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, ওই সময় মোটরসাইকেলে নাজমুলের সঙ্গে তার স্ত্রী ছিলেন না, ছিল একটি ব্যাগ। তিনি উল্টো পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন, মাথায় হেলমেটও ছিল না। তদন্ত কমিটি জানার চেষ্টা করেছে, ওইদিন ঘটনার পর ওই স্থান থেকে নাজমুল দ্রুত চলে গেল কেন? সড়কের উল্টো দিকে পুলিশ ছিল, পুলিশ হওয়া সত্ত্বে কেন পুলিশের সহযোগিতা নিলেন না। আর ঘটনার পর ওই শিক্ষক যখন থানায় অভিযোগ করলেন, তখন কেন তাকে খুঁজে বের করতে হলো, নাজমুল কেন নিজে রিপোর্ট করলেন না?

সেদিন বাদানুবাদ নাজমুলের উল্টোপথে মোটরসাইকেল চালানো নিয়েই শুরু হয়েছিল জানিয়ে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা কর্মকর্তা বলেন, ‘তারপর অনেক কিছু হয়েছে। তাই নাজমুলকে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে হয়েছে।

জয় বাংলা নিউজ (দেশ ও জাতির কন্ঠস্বর)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজয় শপে পছন্দের পণ্য কিনুন যেকোনো সময়

বিজয় শপে পছন্দের পণ্য কিনুন যেকোনো সময়

জয় বাংলা নিউজ (দেশ ও জাতির কন্ঠস্বর)

Categories

© বাংলার গর্জন কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত  ©
Theme Customized BY WooHostBD