1. banglargorjonbd@gmail.com : bgadminp :
মদনে ফসল হারিয়ে কাঁদছেন কৃষক-কৃষাণী - sonalyshis - সোনালী শীষ
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
বেক্রিং নিউজঃ
পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর গ্রীণ অরণ্য পার্কে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা ময়মনসিংহে অসহায় ও দুস্থদের মাঝে ট্যুরিস্ট পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ ব্রহ্মপুত্র নদের মাঝি ও ট্যুরিস্ট পুলিশ এর কমিউনিটিং ও মতবিনিময় সভা শিক্ষকের ওপর ছাত্ররা অসন্তোষ কেন, তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে তুলসীমালা ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত ময়মনসিংহ মেডিকেলে তৃতীয়বারের মতো চালু হলো ক্যাথল্যাব গৌরীপুরে মাইকিং করে পুলিশের ওপর হামলা, আহত ৬ জামালপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

বিজয় শপে পছন্দের পণ্য কিনুন যেকোনো সময়

মদনে ফসল হারিয়ে কাঁদছেন কৃষক-কৃষাণী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫৮ Time View

গত ছয় মাস যাবত ক্ষেতে কাম করছি, গুছাত ধান বড়াইছে, আবার কোনটা পুষ্ট হইছে না। আশায় আশায় দিন কাটাইতেছি। জমিটির দিকে তাকাইতেছি, আর সাত আট দিন হলেই ধান কাটতে হারতাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ধান ক্ষেত ডুবে গেছে। টাকা ঋণ করে জমি রইছিলাম কেমনে ঋণ পরিশোধ করাম? গত বছরেও গরম হাওয়ায় জমিটি নষ্ট হইয়া গেছিলগা, এই ঋণও পরিশোধ করা ওইল না।

মদন উপজেলার ডুবে যাওয়া চাতল, আনবালই হাওরপাড়ের বিয়াশি গ্রামের কৃষক মাসুদ মিয়া আপসোস করতে করতে এমন কথা বলছিলেন। হাওরপাড়ে দাঁড়িয়ে একইভাবে হাতাশ করছিলেন একই গ্রামের ম¹ুল নামের আরেক কৃষক।

স্থানীয় কৃষকদের দাবি, ফতেপুর ইউনিয়নের চাতল,আনবালই, খয়রা, গুরাইল, রায়ামাটি, হাওরে পাঁচ থেকে ৬’শ হেক্টর জমি আছে। কোনো ধানই পাকেনি। দুই এপ্রিল থেকে ধনু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে এসব হাওরে ঢুকেছে। ফলে আধা পাকা ধান কাটছে কৃষক।

এই নিয়ে গত পাঁচদিনের উজানের ঢলে (ভারতের মেঘালয়- চেরাপুঞ্জি থেকে নেমে আসা পানিতে) পাচঁটি হাওর ডুবেছে।

হাওরগুলো হলো চাতল, আনবালই, খয়রা, গুরাইল, রায়ামাটি, চাকুয়া, বড়, হেলি, বুরবুরিয়া, তিহারদাইর, হরগারডর, খরখরিয়া, হাওর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মদনের নদীর পানি হাওরের বিপৎসীমা ছুঁইছুঁই করছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বড় ৬টিসহ ছোট বড় প্রায় অর্ধশতাধিক বোরো ফসলের হাওর হুমকিতে পড়েছে।

উপজেলার তলার হাওরে এসব নদীর পানি প্রবেশ করে। কৃষকদের চোখের সামনেই ডুবে যাচ্ছে জমির ধান। এই হাওরে ৯৫ ভাগ জমি চাষাবাদ করেন তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের কৃষকরা।

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার ও বুধবার নদীতে ৮/৯ ইঞ্চি পানি বেড়েছে। ২-৩ দিন এভাবে পানি বাড়লে ছোট ছোট অনেক হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই হাওরগুলো হচ্ছে তলার হাওর, উচিতপুর হাওর, গজাারিয়া হাওর, গোবিন্দশ্রী হাওর, ডলিয়ার হাওর, ফেনির হাওর।

এসব হাওর নদী তীরবর্তী হাওরের ফসল রক্ষা নিয়ে উদ্বিগ্ন কৃষক। অসময়ে নির্মিত দুর্বল বাঁধ নিয়ে উৎকণ্ঠা আরও বেশি কৃষকদের।

ফতেপুর ইউনিয়নের বিয়াশি গ্রামের কৃষক মাসুম মিয়া এবার ৮ একর জমি ঋণ করে বর্গা দিয়েছেন। তিনি বললেন, কয়েক কাটা জমি আধা পাকা কেটেছি, বাকি সব জমি চোখের সামনেই ডুবে গেছে। কিভাবে ঋন পরিশোধ করব তাও ভেবে পাচ্ছি না।

কৃষাণী হোসনা আক্তার জানান, অনেক ক্ষতি হয়েছে। লাখ লাখ টাকা খরচ করে জমি চাষ করেছিল। সব গঙ্গার জলে চলে গেছে। পোলাপান নিয়ে কিভাবে চলব তা বুঝতেছিনা।

মদন উপজেলার বেরিবাঁধগুলোতে বিপদ সীমা দেখা দেওয়ায় কৃষক ও প্রশাসন দিন রাত মাটি খেটে বাধঁ রক্ষার চেষ্টা করছে। এদিকে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড বলছে মূল হাওর গুলোতে এখনো পানি উঠেনি। শুধু মাত্র নদী ও খালের মধ্যে অপেক্ষাকৃত নিচু জমিতে পানি ঢুকেছে।

ফসল রক্ষার বাধঁগুলো এখনো ক্ষতিগ্রস্ত হয়নি। এ নিয়ে মাঠে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানান, প্রকল্প এলাকার বাহিরে নদী ও খালের মধ্যে পানি ঢুকেছে। সেখানে আমাদের বাঁধ নেই। মূল হাওরে এখনো পানি ঢুকেনি। আমাদের ফসল রক্ষার বাঁধ গুলোর ক্ষতি হয়নি। অপর দিকে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর জানান, মদন উপজেলার হাওরে নদী ও খালের মধ্যে অপেক্ষাকৃত নিচু জমিতে লাগানো বোরো ধানের ক্ষেতে উজান থেকে নেমে আসা পাহারি ঢলের পানি ঢুকেছে।

এ নিয়ে কৃষকদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি কী পরিমাণ বোরো ধানের জমি ক্ষতি গ্রস্ত হয়েছে তা নিরুপনের কাজ চলছে। তবে বৃষ্টি পাত না হলে ফসলের তেমন ক্ষতি হবে না। যে সমস্ত জমি বোরো ধান অর্ধপাকা হয়েছে তা দ্রুত কৃষকদের খেটে ফেলার অনুরোধ জানিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান,হাওরে পানি বৃদ্ধির খবর পেয়ে আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের সামনে কয়েকটি হাওরে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে। এই এলাকার একটি বেরিবাধেঁ মাটি খেটে ফসল রক্ষার চেষ্টা চলছে। বৃষ্টিপাত না হলে তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

জয় বাংলা নিউজ (দেশ ও জাতির কন্ঠস্বর)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজয় শপে পছন্দের পণ্য কিনুন যেকোনো সময়

বিজয় শপে পছন্দের পণ্য কিনুন যেকোনো সময়

জয় বাংলা নিউজ (দেশ ও জাতির কন্ঠস্বর)

Categories

© বাংলার গর্জন কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত  ©
Theme Customized BY WooHostBD